রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

হাজতির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

ঝিনাইদহ প্রতিনিধি

হাজতির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

শৈলকুপা থানা হাজতে কাজল মণ্ডল নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত একটি কমিটি গঠন করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমারকে প্রধান করা ৩ সদস্যের তদন্ত টিম গতকাল সন্ধ্যায় হাজত পরিদর্শন ও অন্য হাজতিদের সঙ্গে কথা বলেছেন। এদিকে গতকাল কাজল মণ্ডলের পোস্ট মর্টেম হয়েছে। তার মৃত্যুর ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।   পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। পরিবার থেকে সে বিচ্ছিন্ন ছিল বলে তার পক্ষে কোনো কথা বলতে রাজি হয়নি। অন্য একটি সূত্রে থেকে জানা গেছে কাজল মণ্ডলকে আটক করার পর পরিবার থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় তার পায়ের তলায় এবং বিভিন্ন ভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। এমনকি  হত্যার পর সুইপার ডেকে নিয়ে থানা হাজতে মল ছিটানো হয়েছে। অন্যদিকে  নির্যাতনে মৃত্যুর কথা উঠলেও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল হক দাবি করেছেন কাজল মণ্ডল মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ পুরিয়া গাজাসহ তাকে আটক করে থানায় আনার পর টয়লেটে আত্মহত্যার চেষ্টা চালায়। এরপর হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।

সর্বশেষ খবর