রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

এখন আমরা ভিক্ষা নিই না, দিই

---------------- মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  মির্জা আজম এমপি বলেছেন, মিসকিনের দেশের লজ্জা থেকে শেখ হাসিনা দেশের মানুষকে মুক্ত করেছেন।  এখন আমরা ভিক্ষা নিই না ভিক্ষা দিই। নেপালের ভূমিকম্প দুর্যোগে আমরা শত কোটি টাকার সাহায্য দিয়েছি। এখন দেশে ডোনার কান্ট্রি বলে কিছু নেই— আছে উন্নয়ন সহযোগী। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শনিবার জামালপুর পৌর পাবলিক হলে পৌর উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় মির্জা আজম বলেন, আমার রাজনীতির প্রধান লক্ষ্যই জামালপুরের উন্নয়ন। জামালপুরের মানুষের উন্নয়ন। আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। জামালপুরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবকিছুই করবো।

নবনির্বাচিত মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, মাসুম রেজা রহিম, পুলিশ সুপার নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, কাউন্সিলর হেলাল উদ্দিন, রাজিব সাহা প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর