গাইবান্ধা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল জেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ এমপি প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শেষে সভাপতি হিসেবে অ্যাড. সৈয়দ-শামস-উল আলম হীরু ও সাধারণ সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিকের নাম ঘোষণা করেন দলের কেন্দযুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। যারা আগে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দে পাঠানোরও নির্দেশনা দেন হানিফ।
—গাইবান্ধা প্রতিনিধিরায়গঞ্জ ও ভাঙ্গায় সংঘর্ষে আহত ২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন-দামিন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কদম আলী, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন ও কুদ্দুস আলী নামে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফরিদপুরের ভাঙ্গার হাজরাকান্দা গ্রামে গতকাল বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মাধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১৫ জন। সংঘর্ষ থামাতে পুলিশ তিন রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
—সিরাজগঞ্জ ও ভাঙ্গা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
শপথবাক্য পাঠ করে মাদক নির্মুল ও মাদকমুক্ত সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘেষণা করেছে শরীয়তপুরের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। শনিবার দুপুরে মাদক নির্মুল কমিটির (মানিক) আয়োজনে গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজমাঠে সমাবেশ থেকে এ ঘোষণা করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সম্প্রতি ‘মানিক’ গঠন করে শরীয়তপুর জেলা পুলিশ। প্রতিষ্ঠার পর থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে গতকালের সমাবেশে প্রধান অতিথি শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
—শরীয়তপুর প্রতিনিধি
ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
সিলেট জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বিরুদ্ধে মামলার প্রতিবাদে মিছিল করেছে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ। শনিবার দুপুরে মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সভায় মিলিত হন নেতারা। কলেজ ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্যর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল।
—বিশ্বনাথ প্রতিনিধি