সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাল্যবিয়ে হলে পাঁচজনকে কারাদণ্ড দিতে হবে

--------------------------- মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাল্যবিয়ে হলে ছেলেসহ তার পিতা-মাতা ও মেয়ের পিতা-মাতাকে কারাদণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিয়ে উচ্ছেদ করতে হবে। গতকাল সকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাল্যবিয়েবিরোধী সভায় তিনি এসব কথা বলেন। মাদারগঞ্জ মডেল থানার ওসিকে উদ্দেশ করে মির্জা আজম বলেন, বাল্যবিয়ের সংবাদদাতার নাম নোট করে রাখবেন। আমি তাদের ১০ হাজার টাকা করে পুরস্কার দিব। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা সচেতন হলে বাল্য বিয়ে হলে প্রতিরোধ সম্ভব। এ সময় তিনি প্রশাসনকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের নামের তালিকা তৈরি করে জনসম্মুখে টানিয়ে দেওয়াসহ আইনের আওতায় আনার নির্দেশ দেন।

সর্বশেষ খবর