সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বাড়ি থেকে তুলে নেওয়া ছাত্রীর খোঁজ মেলেনি

নরসিংদী প্রতিনিধি

অপহরণের তিন দিন পার হলেও উদ্ধার হয়নি নরসিংদীর শিবপুরের অষ্টম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার অস্ত্রের মুখে তাকে বাড়ি থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই থানায় অভিযোগ করা হলেও মামলা নেয়নি পুলিশ। দেখা যায়নি কোনো উদ্ধার তত্পরতা। অবশেষে সাংবাদিকদের চাপে গতকাল অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। জানা যায়, শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী অ্যাডভোকেট সুরুজ আলী উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বাড়ি বড়কান্দা গ্রামে। একই এলাকার উমর আলির ছেলে রমজান (২২) তাকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩-৪ সন্ত্রাসীকে নিয়ে ঘর থেকে তাকে তুলে নিয়ে যায় রমজান। ছাত্রীর বাবা জানান, মেয়ে অপহরণের পর বারবার পুলিশের কাছে গেলেও কোনো প্রকার সহযোগিতা করেনি। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ওই ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তদন্ত করে মামলা নিতে দেরি হয়েছে।

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ : ফরিদপুর প্রতিনিধি জানান, শহরের হাবেলী গোপালপুর থেকে মাহামুদুল হাসান নামে এক এইচএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বহু খোঁজ করে ছেলেকে না পেয়ে কোতয়ালি থানায় জিডি করেন বাবা মোয়াজ্জেম হোসেন। মাহমুদুল এবার সরকারি ইয়াসিন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। তার বাবা-মা দুজনই চাকরিজীবী। শনিবার সকালে তারা ছেলেকে বাড়ি রেখে কর্মস্থলে যান। দুপুরে ফিরে সন্তানকে খুঁজে পাননি। তার কক্ষে পাওয়া যায় একটি চিরকুট। তাতে লেখা ‘তোর ছেলেকে তুলে নিয়ে গেলাম, পুলিশকে জানালে লাশ পাঠাব। আমার ব্যবসায় আগুন লাগিয়েছিস। দুটা পরীক্ষা শেষে তোর ছেলেকে পাঠায়া দেব।’ কোতয়ালি থানার ওসি জানান, এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর