সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মা-বাবাসহ স্কুলছাত্রীকে আটকে রাখলেন ওসি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শ্রীনগরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়  স্কুলছাত্রীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় বিচার চেয়ে বিপাকে পড়েছে ওই স্কুলছাত্রীসহ তার পরিবার। এর জেরে শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান ওই ছাত্রী ও তারা বাবা-মাকে গভীর রাত পর্যন্ত থানায় আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত শুক্রবার বিকালে শ্রীনগর থানায় তিনজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়েরের পর সবুজ নামে এক বখাটেকে আটক করে পুলিশ। এরপর থানা হাজতে ২৪ ঘণ্টার বেশি পার হলেও পুলিশ কোনো মামলা রেকর্ড না করে শনিবার দুপুরে মোবাইল কোর্টের কথা বলে ওই ছাত্রীর বাবাকে সাক্ষীসহ থানায় আসতে বলেন। ছাত্রীর বাবা, সাক্ষী ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে থানায় আসেন। তখন ওসি সাহিদুর রহমান তাদের বলেন, ‘এখন মোবাইল কোর্ট করার ম্যাজিস্ট্রেট নেই, সন্ধ্যায় আসেন।’ এরপর সন্ধ্যার পর ওসি মোবাইল ফোনে ওই স্কুলছাত্রীর বাবাকে তার মেয়ে ও সাক্ষীসহ আবার থানায় আসতে বলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় এবং থানা থেকে ওই স্কুলছাত্রীর বাড়ি কয়েক কিলোমিটার দূরে হওয়ায় এ সময় বাবা থানায় আসতে অপারগতা প্রকাশ করে পরের দিন আসবেন বলে জানান। এ অবস্থায় রাত ১০টার দিকে শ্রীনগর থানার এসআই শংকর এক দল পুলিশ নিয়ে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং রাত সাড়ে ১০টার দিকে বাবা-মাসহ ওই স্কুলছাত্রীকে ধরে থানায় নিয়ে আসেন। ‘ফোন পেয়ে কেন থানায় আসেনি’— এ অপরাধে ওসি সাহিদুর রহমান স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ওই স্কুলছাত্রীর বাবা ও স্থানীয় এক মুরব্বির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এদিকে থানায় লিখিত অভিযোগ দায়ের ও বখাটেকে আটকের পর একদিন অতিবাহিত হওয়ায় রাত ১১টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মারমা মোবাইল কোর্ট করতে অপারগতা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি জটিল। এটা নিয়মিত মামলা হবে। আটকের এত সময় পরে মোবাইল কোর্ট করা যাবে না।’ এরপর ওসি ‘কাল আসামির সঙ্গে স্কুলছাত্রীকেও কোর্টে পাঠানো হবে’ বলে তাদের বসিয়ে রাখেন। এ সময় স্কুলছাত্রী ‘পর দিন তার পরীক্ষা আছে’ বলে আকুতি-মিনতি করতে থাকে। এরপরও ওসি তাদের আটকে রাখেন। একপর্যায়ে থানায় আসেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। তিনি রাত ২টার দিকে মামলার অপর আসামি তার খালাতো ভাই বীরতারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনি শেখের নাম বাদ দিয়ে নতুন করে এজাহার দেওয়ার শর্তে ওই স্কুলছাত্রীকে তার পরিবারসহ ছাড়িয়ে নেন। উল্লেখ্য, গত শুক্রবার সকালে সবুজ (২০) নামে এক বখাটে মজিদপুর দয়হাটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে জনসম্মুখে তাকে জুতাপেটা করে।

সর্বশেষ খবর