সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইটভাটার ধোঁয়ায় পুড়ল ৮০ একর জমির ধান

বদরগঞ্জ প্রতিনিধি

ইটভাটার ধোঁয়ায় পুড়ল ৮০ একর জমির ধান

বদরগঞ্জে ইটভাটার ধোঁয়ার উত্তাপে পুড়ে যাওয়া ফসলের একাংশ —বাংলাদেশ প্রতিদিন

রংপুরের বদরগঞ্জে ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ে গেছে প্রায় ৮০ একর জমির ধান। এখান থেকে এক ছটাক ধানও ঘরে তোলা যাবে না বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা। উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটছে তাদের। কৃষক মোতালেব মিয়া জানান, তার দুই বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। ভাল ফলনের আসায় তিনি অপেক্ষার প্রহর গুনছেন। কিন্তু গত বুধবার খেতে গিয়ে দেখতে পান তার জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন— জমির পাশে থাকা এবিসি নামক ইটভাটার বিষাক্ত ধোঁয়া জমিতে নির্গত হওয়ায় ধান নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার এলাকাবাসী ও কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অপর কৃষক আলম মিয়ার ভাষ্য, ‘একে তো বাজারোত ধানের দাম নাই। তার উপর হামার ভুঁইয়ের সউগ (সব) ধান ভাটার ধুম্যাত পোড়া গেল। বাল-বাচ্ছা নিয়ে হামরা (আমরা) এবার কি খায়া বাঁচমো বাহে। এ বিষয়ে এবিসি ইটভাটার মালিক রফিকুল বলেন, ‘আমার ভাটার ধোঁয়ায় কৃষকের ধান নষ্ট হতে পারে না। আশপাশে আরও অনেক ভাটা রয়েছে নিশ্চয় ওই সব ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল নষ্ট  হয়েছে।’ স্থানীয় দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান— ইটভাটার কারণে ওই অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, কৃষকের ধান পুড়ে যাওয়ার বিষয়টি দামোদরপুর ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইটভাটা খ্যাত বদরগঞ্জ উপজেলায় ৪৭টি ভাটার মধ্যে বর্তমানে ৩৮টি চালু রয়েছে। এসব ভাটার কারণে প্রতি বছর নষ্ট হচ্ছে উপজেলার কোটি কোটি টাকার ফসল, ফলজ ও বনজ  গাছপালা।

সর্বশেষ খবর