সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা ও মুন্সীগঞ্জে দুই শিশুর লাশ

প্রতিদিন ডেস্ক

পাবনার আতাইকুলায় চরমপন্থি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাইবান্ধা ও মুন্সীগঞ্জে উদ্ধার করা হয়েছে দুই শিশুর লাশ। ঢাকার সাভারে খুন হয়েছেন গৃহবধূ। প্রতিনিধিদের খবর— পাবনার আতাইকুলাতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতের যে কোনো সময় এ হত্যার ঘটনা ঘটে। নিহত আল-আমিন (৩৫) সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলাল হোসেনের ছেলে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু সাজিনা খাতুনের লাশ পাওয়া গেছে। উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন থেকে গতকাল তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সাজিনা ওই ইউনিয়নের মিরাপাড়ার সাবু মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর গ্রামে পুকুর থেকে গতকাল ছয় মাসের শিশু রাব্বির লাশ উদ্ধার করা হয়েছে। রাব্বির মায়ের দাবি, পাওনাদার পুকুরে  ফেলে হত্যা করেছে। পুলিশ জানায়, শিশুর পিতা মিজানুর রহমান ওমান প্রবাসী। বালাসুর গ্রামে স্ত্রী রহিমা বেগম রাব্বিকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরবর্তিতে স্থানীয়রা পুকুর থেকে রাব্বির লাশ উদ্ধার করে। সাভার : ঢাকার আশুলিয়ায় সীমা আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছেন। হত্যায় জড়িত অভিযোগে সীমার স্বামী রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। গাজীপুর : কালিয়াকৈরে সুমি আক্তার এক গৃহবধূর ঝুলন্ত লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় গতকাল উদ্ধার করে পুলিশ। সুমি কালিয়াকৈর উপজেলার কাথাচুড়ার আবুল কালামের স্ত্রী। ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক।

সর্বশেষ খবর