সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘টেস্টি হজমি খেয়ে’ একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় টেস্টি হজমি খেয়ে শনিবার রাতে হাসান (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একই হজমি খেয়ে অসুস্থ হয়েছে আরো ছয় শিশু। হাসান উপজেলার ঘুটাবাছার গ্রামের কাওসারের ছেলে ও স্থানীয় মাদ্রাসার প্লে’র ছাত্র ছিল। অসুস্থরা হলো, ইয়াছিন, সাদিয়া, বুশরা, লিমা, সেতু ও ফারজানা। তাদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে শিশুরা বাড়ির উঠোনে খেলার সময় স্থানীয় কালামের দোকান থেকে টেস্টি হজমি কিনে খায়। খাওয়ার পরই পেট ব্যথা শুরু হয় তাদের। অবস্থা খারাপ হওয়ায় রাতে শিশুদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিশুদের এখানে নিয়ে আসার আগেই হাসান মারা যায়। মারা যাওয়ার সঠিক কারণ বলতে পারছি না।’ পাথরঘাটা থানার ওসি জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানদার কালামসহ তিনজনকে থানায় আনা হয়েছে। লাশ পাঠানো হয়েছে বরগুনা হাসপাতালের মর্গে।

সর্বশেষ খবর