সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তাহিরপুরকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরের ১৫ হাওরে ১০ হাজার হেক্টর জমির বোরো পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও ক্ষতিগ্রস্ত কৃষকের পুর্নবাসন দাবি করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় ক্ষতিগ্রস্তদের কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ এবং সার্টিফিকেট মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়। লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, এ বছর উপজেলায় ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। ধান কাটার মওসুম শুরু না হতেই সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর জমির ফসল। বাকি চার হাজার হেক্টরের ফসলও শিলবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বছরের একটিমাত্র ফসল হারিয়ে বেকায়দায় পড়েছেন কৃষকরা। সরকারের পক্ষ থেকে পুর্নবাসন ব্যবস্থা না করলে তাদের জীবনে বিপর্যয় নেবে আসবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন— উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম, আওয়ামী লীগের সহসভাপতি আলী মতুর্জা প্রমুখ।

সর্বশেষ খবর