সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মাদারীপুর হাসপাতালের অচলাবস্থা কাটেনি

মাদারীপুর প্রতিনিধি

চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে মাদারীপুর সদর হাসপাতালে কর্মবিরতি অব্যাহত রেখেছেন ডাক্তাররা। গতকাল তৃতীয় দিনের মতো এ কর্মসূচির কারণে অনেকটা ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। এ দিনও সেবা কার্যক্রম বন্ধ ছিল জরুরি বিভাগসহ সব বিভাগের। শনিবার স্থানীয় এমপি ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ধর্মঘট তুলে নিতে বললেও তাতে কর্ণপাত করেননি চিকিৎসকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, রোগী জিম্মি করে এভাবে দাবি আদায়ের কৌশল গ্রহণযোগ্য নয়। চিকিৎসার মতো মহান পেশায় থেকে ডাক্তাররা রোগীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস বলেন, ‘দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, গত শুক্রবার ভোরে জেলা শহরের কলেজ রোডের লাল মিয়ার স্ত্রী রেনু বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে আসে হাসপাতালে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাইনুল তাকে ব্যবস্থাপত্র দেন। এরপর মারা যান রেনু। এ সময় ওই চিকিৎসকে লাঞ্ছিত করা হয়েছে এমন দাবি তুলে চিকিৎসা সেবা বন্ধ করে দেন ডাক্তারা।

সর্বশেষ খবর