সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ায় তিন দখলদারের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল লঞ্চঘাট সংলগ্ন চরকাউয়া খেয়াঘাটের ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ায় ৩ অবৈধ দখলদারকে ৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিয়ে চলাচলের জায়গা উন্মুক্ত করে দেওয়ার জন্য সতর্ক করেন। কিন্তু দুপুর পর্যন্ত দখলদাররা জেলা প্রশাসনের নির্দেশ কার্যকর না করায় বেলা ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় অবৈধ দখলদার বজলু হাওলাদার, মো. মিলন মিয়া ও টুটুল হাওলাদারকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত       করেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর