সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

৫ কোটি টাকার ভ্যাকসিন নষ্ট হওয়ার আশঙ্কা

স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ কোটি টাকার ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। তাছাড়া বিদ্যুৎ সমস্যায় বন্ধ রাখতে হচ্ছে হাসপাতালের দুটি অপারেশন থিয়েটার-ওটি। আলো-স্বল্পতার কারণে ওয়ার্ডগুলোতেও রোগীর সেবাদান ব্যাহত হচ্ছে বলেও জানান কর্তব্যরত ডাক্তাররা। রয়েছে পানির সমস্যাও। জানা যায়, গত তিন দিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ আসা-যাওয়ার খেলা চলতে থাকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটু বলেন, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের স্টোরে থাকা প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার ভ্যাকসিন (শিশুদের টিকা) নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে। অন্য সমস্যা তো রয়েছেই। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শিবু লাল বসু বলেন, ‘একটি লাইনে ত্রুটি দেখা দেওয়ায় হাসপাতালে বিদ্যুৎ সমস্যা হয়েছিল। ওই লাইনটি ঠিক করা হয়েছে, এখন সমস্যা হবে না।’

সর্বশেষ খবর