সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
গাছে বেঁধে শিশু নির্যাতন

মামলা না করতে ইউপি সদস্যের হুমকি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়ায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আহত শিশুর পরিবারকে মামলা না করতে হুমকি দিয়েছে স্থানীয় ইউপি সদস্য বরকত উল্লাহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, অপরাধীরা বারংবার নির্যাতনের শিকার সাগরের মাকে হুমকি এবং ভয়-ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় স্বামী পরিত্যক্তা সাগরের মা রওশনারা বেগম ভয়ে পুলিশকে কিছুই জানাচ্ছেন না। এমনকি তিনি মামলাও করতে চাচ্ছেন না। এদিকে হুমকির বিষয়টি এড়িয়ে গিয়ে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল আহসান বলেন, নির্যাতিতের পক্ষে কেউ মামলা করেনি। মামলা করলেই কেবল অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তারপরও তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। গতকালও সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুলিশ ওই এলাকায় অবস্থান করেছে। ওসি স্বীকার করেন, অপরাধীরা আহত সাগরের পরিবারকে হুমকি দিয়েছে। তাই ওই পরিবারকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের খোকন বেপারীর ছেলে ছোট বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাগর বেপারী এবং একই এলাকার মোহাম্মাদ আলী শিকদারের ছেলে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তুষার শিকদারকে কবুতর চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। এ ঘটনার সচিত্র প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।

সর্বশেষ খবর