শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জুড়ীতে পাহাড়ে ফাটল উদ্বিগ্ন ২০০ পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি

জুড়ীতে পাহাড়ে ফাটল উদ্বিগ্ন ২০০ পরিবার

মৌলভীবাজারের জুড়ীতে ফাটল ধরা পাহাড় —বাংলাদেশ প্রতিদিন

কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম, মনতৈল ও কালীনগর এলাকার ‘ভজিটিলা’ নামের একটি টিলায় বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। ফাটলের কারণে ঝুঁকি নিয়ে ওই টিলার ২০০ পরিবার বসবাস করছে। এ ছাড়া মাটি কেটে বিক্রি করায় একই টিলার কালীনগরে কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, গুচ্ছগ্রামের ফাটল ধরা অংশের আশপাশে আরও কিছু ফাটল রয়েছে। টিলার নিচে বেশ কিছু জনবসতি ঝুঁকির মধ্যে রয়েছে। গ্রামের বাসিন্দা মোবারক আলী বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টিতে টিলাটি একটু একটু করে ধসে পড়ে। কিন্তু এ বছরে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় আমরা আতঙ্কে রয়েছি। দিনমজুর পারভিন বেগম জানান, ভয়ে রাতে ঘুম আসে না। কখন যেন টিলা ধসে পড়ে। সম্প্রতি বৃষ্টিতে মাটি ধসে গুচ্ছগ্রামের ১৫-২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়ফরনগর ইউনিয়নের সহকারী কর্মকর্তা ভূমি মোহাম্মদ রকিব আহমদ বলেন, মাটি কেটে ও পাথর খুঁড়ে বিক্রি করায় ভজিটিলার এ অবস্থা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রতিবেদন পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ‘ভজিটিলায় ফাটলের তথ্যটি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর