শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

সরে দাঁড়ালেন সাত চেয়ারম্যান প্রার্থী

প্রতিদিন ডেস্ক

সরে দাঁড়ালেন সাত চেয়ারম্যান প্রার্থী

প্রচারণায় বাধা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে নরসিংদী, মাগুরা, বগুড়া ও জামালপুরে সাত চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নরসিংদী প্রতিনিধি জানান, জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ই্উনিয়ন পরিষদের বিএনপি চেয়ারম্যান প্রার্থী মো. ফকরুল ইসলাম নির্বাচন বর্জন করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী প্রেসক্লাব সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে বিএনপির প্রার্থী মো. ফকরুল ইসলাম বলেন, সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা প্রতিনিয়িত আমার নেতা-কর্মী ও সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের বাধার মুখে গণসংযোগ চালানো যাচ্ছে না। কোথাও কোথাও লাঞ্ছনার ঘটনাও ঘটছে। থানা পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও তা তারা আমলে নিচ্ছে না। মাগুরা প্রতিনিধি জানান, জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদন্ধী ৫ জনের মধ্যে ৪ জনই নির্বাচন থেকে সরে গেলেন। ভোটের ২ দিন আগে বৃহস্পতিবার দুপুরে তারা সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা কর্মী-সমর্থকদের জান-মালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন— বিএনপির মাহমুদ হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, বিএনপির বিদ্রোহী সৈয়দ আক্তারুজ্জামান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আবদুল জব্বার। 

নিজস্ব প্রতিবেদক বগুড়া জানান, নন্দীগ্রামে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দল মনোনীত প্রার্থী গোলাম রব্বানী। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ও আমার পরিবারের নিরাপত্তার কথা ভেবে ৭ মে (আজ) ১ নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। জামালপুর প্রতিনিধি জানান, প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে হামলা, মামলা, প্রচার কেন্দ্র ভাঙচুরসহ পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মো. হাসান যুবায়ের হিটলার। বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতারা। উল্লিখিত ইউনিয়নে আজ নির্বাচন হচ্ছে।

সর্বশেষ খবর