শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

কপোতাক্ষের বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি

আশাশুনি উপজেলার চাকলায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, দেড় শতাধিক পরিবার পানিবন্দি রয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মত্স্য ঘের ও ফসলি জমি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের তোড়ে প্রায় ৫০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সকালে দুই শতাধিক গ্রামবাসীর চেষ্টায় ভেড়িবাঁধে মাটি দিয়ে পানি আটকানো সম্ভব হয়েছে। এখনো ঝুড়ি কোদালের মাধ্যমে বাঁধ মেরামতের কাজ চলছে। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। যে কারণে কপোতাক্ষের প্রবল জোয়ারের তোড়ে রাতে বাঁধটি ভেঙে এখন দেড় শতাধিক পরিবার বানভাসি।

সর্বশেষ খবর