শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

নাটোরে নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

নাটোর প্রতিনিধি

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে। গতকাল দুপুরে বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে তাদের এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাতে নাটোর সদর ও সিংড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম জানান, শুক্রবার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে বলা হয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কিছু সদস্য অসুস্থ রয়েছে। তাদের সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। কিছু টাকা সংগ্রহ করা হয়েছে বাকি টাকা সংগ্রহ হয়নি। সে জন্য তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আজকের মধ্যে তাদের দাবিকৃত টাকা না দিলে হাত ও পায়ের রগ কেটে প্রাণনাশের হুমকি দিয়ে মোবাইল সংযোগ কেটে দেওয়া হয়। যাদের হুমকি দেওয়া হয়েছে তারা হচ্ছেন, জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সোহরাব হোসেন, আলতাফ হোসেন এবং আবদুল মজিদ।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী ভয় দেখানোর জন্য এই কাজ করে থাকতে পারে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সর্বশেষ খবর