শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

হাতিয়ায় প্রধান শিক্ষককে অপহরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর রামগতি-হাতিয়া উপজেলার সীমান্ত বিরোধের জের ধরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভয়ারচর ইউনিয়ন থেকে আহসান উল্লাহ (৩৫) নামে এক প্রধান শিক্ষককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত আহসান উল্লাহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সেন্টার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কয়েক সন্ত্রাসী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আহসান উল্লাহকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে ওই সন্ত্রাসীরা আহসান উল্লাহকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ভয়ারচর ইউনিয়ন প্রশাসক মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রামগতির সঙ্গে সীমান্ত বিরোধের জের ধরে হাতিয়ার ১০ বিদ্যালয় বন্ধ রয়েছে শিরোনামে গত কয়েক দিন বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ ও সংবাদ সম্মেলন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রামগতির সন্ত্রাসীরা প্রধান শিক্ষক আহসান উল্লাহকে পিটিয়ে জখম করে অপহরণ করে নিয়ে যায়। মুশফিকুর রহমান আরও জানান, সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে অপহরণ করে সন্ত্রাসীরা স্থানীয় ট্যাগাইচ্ছা সড়কের জামালের বাড়িতে আটক করে রেখেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে প্রধান শিক্ষককে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর