মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

কীটনাশকের বিষক্রিয়ায় ২৫ শ্রমিক অসুস্থ

পাবনা প্রতিনিধি

পাবনার টেবুনিয়ায় বিএডিসির বীজ গুদামে কীটনাশকের বিষক্রিয়ায় ২৫ শ্রমিক অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে টেবুনিয়ার বিএডিসির বীজ গুদামে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তারা। পাবনার টেবুনিয়া বিএনডিসির (বীজ) যুগ্ম পরিচালক আবদুল হালিম জানান, গতকাল সকাল থেকে টেবুনিয়া বিএডিসি বীজ গুদামে ৮০ জন শ্রমিক বীজ প্রক্রিয়াকরণের কাজ করছিলেন। এ সময় পোকা দমনে ব্যবহৃত ফসটক্সিন নামক কীটনাশকের বিষক্রিয়ায় একে একে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে বিএডিসি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক ডা. খালিদ জানান, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্ষতিকর বিষ ফুসফুসের মাধ্যমে শরীরে ঢোকায় তারা অসুস্থ হয়ে পড়েন। এটা অত্যন্ত ক্ষতিকর একটি বিষ বলেও তিনি দাবি করেন। চিকিৎসক আরও বলেন, গুদামে এই বিষাক্ত কীটনাশক দেওয়ার নির্দিষ্ট সময়ের পর কেন তারা একই গুদামে কাজ করছিলেন আমার বোধগম্য নয়। তবে অসুস্থদের শরীরের বিষ নষ্ট করার জন্যে ওষুধ প্রয়োগ করা হয়েছে। সময় লাগবে তাদের সুস্থ হতে। একাধিক শ্রমিক অভিযোগ করেন, কীটনাশক প্রয়োগের নির্ধারিত সময়ের আগেই শ্রমিকদের ওই গুদামে কাজে বাধ্য করার কারণেই এ ঘটনা ঘটেছে। তারা এ ঘটনার জন্যে বিএডিসি কর্মকর্তাদের দায়ী করেন। তবে বিএডিসির যুগ্ম পরিচালক আবদুল হালিম কর্মকর্তাদের অবহেলা ও গাফিলতির বিষয়টি অস্বীকার করে বলেন— এটা একটি দুর্ঘটনা মাত্র।

সর্বশেষ খবর