বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে গতকাল বিকালে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো— উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মারিয়া (৭) ও আবুল কালামের মেয়ে তানহা (৮)।

স্থানীয় বক্তারপুর ইউপি চেয়ারম্যান জানান, ব্রাহ্মনগাঁও গ্রামের শিশু মারিয়া ও তানহা বাড়িতে খেলা করছিল। একপর্যায়ে তারা পাশে বিলে গেলে সেখানে পানিতে পড়ে তলিয়ে যায়। তাদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করে বিল থেকে উদ্ধার করে। দ্রুত কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  —গাজীপুর প্রতিনিধি

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন এলাকায় এশিয়ান মহাসড়কে গতকাল ছাত্রদল বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। ছাত্রদল নেতা অ্যাড. আমিরুল ইসলাম ইমন সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন রূপগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুনসহ অন্যরা।

—রূপগঞ্জ প্রতিনিধি

বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাশেম স্পিনিং মিলের শ্রমিকরা গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ও মিল কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্রকে কুপিয়ে জখম

বরিশালের গৌরনদীতে আলামিন সেরনিয়াবাত (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে আশোকাঠী কাজী বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। আলামিন পালরদী মডেল হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র এবং আনোয়ার সেরনিয়াবাতের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাল্যবিয়েবিরোধী মানববন্ধন

বাল্য বিয়ে প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউনিয়ন পরিষদের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ব্র্যাকের সহযোগিতায় ও ইউনিয়ন সমাজের আয়োজনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, শ্রীময়ী বাগ্চী, ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া, শোভন বিশ্বাস প্রমুখ। —গোপালগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ খবর