শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘জেএমবি কমান্ডার’ রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেফতার আবদুল মজিদ নামে এক ব্যক্তিকে তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩ আগস্ট ভোর রাতে তাকে আটকের পর ৯ আগস্ট আদালতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। আবদুল মজিদ (৫৬) শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সৈয়দ দামগাড়া গ্রামের আবদুর রশিদ মণ্ডলের ছেলে। পুলিশ বলছে— মজিদ জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলীয় কমান্ডার। রিমান্ডে তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় জেএমবি সদস্যদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। এর আগে তিনি শিয়া মসজিদে হামলার মামলায় গ্রেফতার হন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শিবগঞ্জ থানার ওসি মুস্তাফিজার রহমান বলেন, আবদুল মজিদ সাবেক সেনা সদস্য। তিনি রংপুর ও রাজশাহী বিভাগের জেএমবির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর