শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় ‘জেএমবি’ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সিরিজ বোমা হামলার সন্দেহজনক আসামি ‘জেএমবির সদস্য’ সুমন হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সুমনকে তার নিজ বাড়ি শহরের রেলবাজার এলাকা থেকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, ২০০৫ সালে দেশের ৬৩ জেলায় যে সিরিজ বোমা হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত ছিল সুমন।  সিরাজগঞ্জে জামায়াত নেতা : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আমিরসহ ২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে ইছামতি গ্রামের একটি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন, সদর উপজেলা জামায়াতের আমির মইদুল আলম (৭০) ও শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমির এবং জগত্গাঁতী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুস সালাম (৫৮)। বগুড়ায় পাঁচ ‘ডাকাত’ : নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়ার শেরপুর উপজেলা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, আবদুস সালাম শিপন (২৮), পারভেজ (২২), রিজু মাতব্বর (৩৫), হাবিব (২৩) ও শহিদুল ইসলাম (৩৮)। পুলিশ বলছে— আটকরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। ‘ডাকাতির প্রস্তুতিকালে’ তাদের আটক করা হয়। এ ঘটনায় গতকাল বিকালে শেরপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর