শিরোনাম
শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাজশাহী ও বগুড়ায় দুই যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বগুড়া

রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া গ্রাম থেকে লালন উদ্দিন (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এক মাসের বেশি সময় ধরে পরিবারের লোকজন তার কোনো সন্ধান পাচ্ছে না। ১ জুলাই বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ২ জুলাই নিখোঁজ লালনের মা হাওয়া বেগম চারঘাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। লালনের মা হাওয়া বেগম জানান, রাজশাহীর বাগমারা এলাকায় রাজমিস্ত্রির কাজ করত লালন। মাঝেমধ্যে বাড়িতে আসত। গত জুন মাসের শেষ সপ্তাহে লালন বাগমারা এলাকা থেকে বাড়ি আসে। পরে আর বাগমারায় কাজে যায়নি। গত ১ জুলাই ভোর ৫টার দিকে লালনের মা হাওয়া বেগম দেখেন, তার ছেলে ঘুম থেকে উঠে চৌকির ওপর বসে আছে। কাজ আছে জানিয়ে হাতে ২০০ টাকা দিয়ে বেরিয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। বাগমারায় এক বছর কাজ করে হঠাৎ করেই লালনের উধাও হওয়ার খবরে চরমভাবে বিচলিত হয়ে পড়েছে লালনের পরিবার। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, লালনের মায়ের জিডির পর দেশের প্রতিটি থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

এদিকে বগুড়া শহরের এক যুবক প্রায় চার মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গত রবিবার তার পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করলে বিষয়টি জানা যায়। জুয়েল প্রামাণিক (২২) নামের ওই যুবক শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। জহুরুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী। জুয়েলের বাবা জানান, ৩ ছেলে-মেয়ের মধ্যে জুয়েল দ্বিতীয়।

সর্বশেষ খবর