শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
মৃত মহিষের মাংস বিক্রি

পৌর কর্মকর্তাসহ চারজনের দণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনায় মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে ৩ কসাই এবং দায়িত্বে অবহেলার কারণে পৌরসভার এক কর্মকর্তাকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কসাই রিপনকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের কারাদণ্ড, সোহেল ও রিপনকে ৫ হাজার টাকা জরিমানা এবং পৌরসভার কর্মকর্তা হুমায়ন কবিরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে রিপনের একটি মহিষ মারা যায়। পরে সেটি জবাই করে বিক্রি করা হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ ওই তিন কসাইসহ পৌরসভার স্যানিটারি বিভাগের কর্মকর্তা হুমায়ন কবিরকে আটক করে।

সর্বশেষ খবর