শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এক পলক

গাজীপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা 

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, একটি ব্যক্তিকে হত্যা করা হয়নি একটি জাতিকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে স্বাধীনতাকে হত্যা করা, যারা হত্যাকারী তারা বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি আরও বলেন, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী। শুক্রবার সন্ধ্যায় এসোসিয়েশন অব প্যান-এশিয়ান রেডিও ক্লাব (্এ্যাপার্ক) এর উদ্যোগে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু’র ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাপার্ক-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি মে. আব্দুল হালিম সরকার। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক  ড. আবদুস সোবহান গোলাপ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, সাবেক এমপি ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্যাহ খান প্রমুখ বক্তব্য রাখেন।—গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেরেবাংলা পার্ক মোড়ে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ রায়হান প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।—পঞ্চগড় প্রতিনিধি

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন-এর উদ্যোগে স্থানীয় আরও পাঁচ সংগঠনের সার্বিক সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক এমএ হান্নান সুজনসহ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠন ‘আশ্রয়’ ও ‘BHS-90 Social Welfare’-এর সদস্যরা ক্যাম্পেইনে সহায়তা করেছেন। এ সময় সর্বোচ্চ রক্তদাতা মো. জাভেদ নাছিম স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন। —রূপগঞ্জ প্রতিনিধি

যান্ত্রিক উপায়ে ধান রোপণ

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), ফিড দ্য ফিউচার ও মানব উন্নয়ন কেন্দ্র (মাউক)-এর উদ্যোগে ধান  রোপণ ও চাষের যান্ত্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কালাই ডাঙ্গা গ্রামে ২০ জন কৃষকের ১০ একর জমিতে যান্ত্রিক উপায়ে এ ধান চাষের কার্যক্রম উদ্বোধন করা হয়।

—মেহেরপুর প্রতিনিধি

বেনাপোলসহ শার্শার বিস্তীর্ণ অঞ্চল  প্লাবিত

দুই দিনের টানা বৃষ্টিতে বেনাপোলসহ শার্শা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলের মাঠসহ কয়েক বিঘা মাছের ঘের। গ্রামাঞ্চলের বসতবাড়িতে ঢুকে পড়েছে পানি। কয়েক হাজার বিঘা জমির ফসল ডুবে গেছে পানিতে। শার্শা উপজেলা কৃষি ও মৎস্য  অধিদফতরের অফিস সুত্রে জানা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিতে দেড় হাজার হেক্টর জমির ফসল এবং সাড়ে ছয় হাজার মাছের ঘের ভেসে গেছে। ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় কর্তৃপক্ষ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে।  গ্রামের দুর্গত মানুষের কোন কাজ না থাকায় তারা বেকার হয়ে পড়েছে।

—বেনাপোল প্রতিনিধি

বিআরডিবির স্কিম পরিদর্শন

পটুয়াখালীর বাউফলে বিআরডিবি স্কিম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। গতকাল পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট-৩ (পিআরডিপি-৩) এর আওতাধীন উপজেলার মদনপুরা ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের রামলক্ষণ গ্রামে জনতা ক্লাব থেকে হাফিজিয়া মাদ্রাসা হয়ে পাকা রাস্তা পর্যন্ত ইটের রাস্তা নির্মাণ সংক্রান্ত জিসি স্কিমটি সরেজমিন পরিদর্শন করেন। এ রাস্তা নির্মাণে গ্রামবাসীর ২০%, ইউনিয়ন পরিষদ ১০% ও প্রকল্পের ৭০% অংশ ব্যয় হয়। এ প্রকল্পের মাধ্যমে ২৬৫/০৬ ফিট রাস্তা নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ওবায়দুল্লাহ, প্রকল্প অফিসার মো. ইমরান কবির, সাংবাদিক এম. নাজিম উদ্দিন ও মনিরুজ্জামান হিরোন প্রমুখ। —বাউফল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর