শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কারখানার বর্জ্যে মরে গেছে ১৫ লাখ টাকার মাছ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাইংয়ের দূষিত বর্জ্যের পানি পুুকুরে এসে মারা গেছে ১৫ লাখ টাকার মাছ। মরা মাছের দুর্গন্ধে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মাছ চাষী সাইফুল ইসলাম জানান, চার বছর ধরে তিনিসহ আরও ১০ জন মিলে মসজিদের ৪ বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। মাহুনা এলাকার ফকির ফ্যাশন, তানভীর ডাইং, ফ্যাপকন ডাইং, ঝলমল ডাইং, মিতা ডাইংসহ বেশ কয়েকটি কারখানার বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে মিশে পুকুরের পানিতে মিশে যাচ্ছে। এসব বর্জ্য পুকুরে আসার ফলে গত দুদিনে সাইফুল ইসলামদের পুকুরসহ বেশ কয়েকটি পুকুরের মাছ মরে যাচ্ছে। এতে মাছ চাষীদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মত্স্য কর্মকর্তা সমির কুমার বসাক জানান, যেসব কল-কারখানার বর্জ্যের কারণে পুকুরের মাছ মারা যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর