শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসী একাট্টা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নবাসী। গতকাল বিকালে আইচগাতি বারপুণ্যের মোড় নামক স্থানে অনুষ্ঠিত বিশাল এক জনসভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মো. ওহিদুজ্জামান মিন্টুকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর আগে আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি সভায় তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে ব্যাপক চাঁদাবাজি, অবৈধ সমিতির মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ ও নিজস্ব পদ্ধতিতে বিচারের নামে এলাকার নিরীহ লোকজনকে নির্যাতনের অভিযোগ রয়েছে। শুক্রবার সভার শুরুতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোকজন লাঠিসোঁটা হাতে মিছিল করে সমাবেশস্থলে যোগ দেয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা। আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে বক্তৃতা করেন শেখ মনিরুজ্জামান, আরিফুজ্জামান লিটন, আক্তারুজ্জামান বাবু, আবু হোসেন বাবু।

সর্বশেষ খবর