রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শোকের মাসে ঢোলবাদ্য বাজিয়ে এমপিকে সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি শওকত হাচানুর রহমান রিমনকে ঢোলবাদ্য বাজিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বেতাগী পৌর পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান চলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত। শোকের মাসে আওয়ামী লীগ দলীয় এমপিকে গান বাজনার মাধ্যমে সংবর্ধনা দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা অভিযোগ করে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় বেতাগী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করণে অবদান রাখায় এমপি শওকত হাচানুর রহমান রিমনকে স্থানীয় পৌর মার্কেটে সংবর্ধনা দেওয়া হয়। বেতাগী পৌরসভার প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান শেষে মধ্যরাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মো. শাহজাহান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাবেক পৌর মেয়র আবুল কাশেম, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন, সহকারী পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার। রাত ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। পরে পৌরসভা মিলনায়তনে নৈশভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর