রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ব্রহ্মপুত্রে বর্ণাঢ্য নৌকাবাইচ

জামালপুর প্রতিনিধি

ব্রহ্মপুত্রে বর্ণাঢ্য নৌকাবাইচ

জামালপুরে মেলান্দহে নৌকাবাইচ —বাংলাদেশ প্রতিদিন

জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বর্ণাঢ্য নৌকাবাইচ। শুক্রবার বিকালে মেলান্দহ উপজেলার শ্যামগঞ্জ আমলীতলা ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। বাইচ উৎসবের আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান চাঁন, আওয়ামী লীগ নেতা বিজন কুমার চন্দ, আবদুর রাজ্জাক সুজা, মো. জিন্নাহ, সিরাতুজ্জামান সুরুজ মিলিটারী, ওবায়দুর রহমান প্রমুখ। নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইসলামপুরের ‘দশের দোয়া’ নৌকা দল। দ্বিতীয় মেলান্দহের ‘মাতৃচ্ছায়া’ নৌকা দল আর তৃতীয় জামালপুর সদরের তুলসীচর ‘তুফান’ নৌকা দল। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদরের ৩৬টি বাইচ নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী মির্জা আজম।

সর্বশেষ খবর