শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাচোলে দোকানে ট্রাক, নিহত ৩

বিভিন্ন স্থানে আরও চার প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দোকানে ট্রাক ঢুকে নিহত হয়েছেন তিনজন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দোকানে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়লে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন নাচোল উপজেলার ঘড়িবোনা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে দোকান মালিক ওহাব আলী, কাস্টমার আনুখাদিঘী গ্রামের তোফাজ্জলের ছেলে গাজলুর রহমান ও গোড়পুকুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে তাবারক আলী। আহতরা হলেন একই এলাকার আলাউদ্দিন, বজলুর রশিদ ও রাজকুমার। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নামক স্থানে বৃহস্পতিবার বিকালে বাসের ধাক্কায় সামশুল আলম (৪৮) নামে এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মীরপাড়া মহল্লার সৈয়দ জাফর রেজার ছেলে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। নিহতরা হলো-এনায়েতপুর থানার আরকান্দি গ্রামের নুর ইসলাম ও একই গ্রামের আব্দুল কাদের।  বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল : বরিশাল নগরীর বান্দ রোড সেবা ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার লোকমান হোসেন (১৮) নামে মোটর সাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত লোকমান সরকারী বরিশাল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নলছিটির দপদপিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ছিলো। দুর্ঘটনার পর চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। 

সর্বশেষ খবর