শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাক নিয়ে সোনার দোকানে ডাকাতি

নাটোর প্রতিনিধি

নাটোরে ট্রাক নিয়ে দুটি সোনার দোকানে ডাকাতি করে নগদ টাকা, সোনা ও রুপা মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। বুধবার রাত ২টার দিকে একটি বড় ট্রাক নিয়ে ১৫ থেকে ২০ জন ডাকাতের একটি সংঘবদ্ধ দল নাটোর সদর উপজেলার হাসলা বাজারের চার পাহাদারকে আচমকা ধরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে মারধর করে বাজারের গলির মধ্যে আটকে রাখে। পরে ডাকাতরা মৌসুমী জুয়েলার্স ও জোবেদা জুয়েলার্সের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। তারা মৌসুমী জুয়েলার্সের ভিতরে থাকা সিন্দুকটি মাথায় করে ট্রাকে তুলে নেয় এবং জোবেদা জুয়েলার্সের ভিতরে থাকা নগদ টাকা ও সব সোনা-রুপা নিয়ে নেয়। ভোরের দিকে স্থানীয় লোকজন বাজারে এসে সোনার দোকানের তালা ভাঙা এবং পাহাদার চারজনকে এক গলির ভিতরে চোখ-মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সোনার দোকানের মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত পাহারাদারদের সব বাঁধন খুলে মুক্ত করে। মারাত্মক আহত পাহারাদার মো. আবদুল হান্নান (৫০) ও আহম্মদ আলীকে (৬০) চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। মৌসুমী জুয়েলার্সের মালিক মো. আবদুল মজিদ শাহ্ জানান, তার দোকানের সিন্দুকে নগদ আড়াই লাখ টাকা, ৩০ ভরি সোনা ও ২০০ ভরি রুপা মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকা এবং জোবেদা জুয়েলার্সের মালিক সাইফুল ইসলাম জানান, তার দোকানে নগদ ৫৫ হাজার টাকা, সাত ভরি সোনা ও ৩০ ভরি রুপা মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার সম্পদ ডাকাতরা লুট করে নিয়ে গেছে।

সর্বশেষ খবর