বান্দরবানে ৩ বাগান প্রহরীকে অপহরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে ৩ বাগান প্রহরীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১২টার দিকে বাইশারীর পিএইচপি গ্রুপের ৮নং রাবার বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পিএইচপি গ্রুপের ৮নম্বর রাবার বাগানের প্রহরী আজিজুল হক, নুরুল ইসলাম ও আবদুল শুক্কুর বাগানের ফ্যাক্টরির ভিতরে শুয়ে থাকা অবস্থায় কয়েক দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আজিজুল হকের বড় ভাই আবদুল হামিদ জানান, অপহরণের পর অপহৃতদের মোবাইল ফোন থেকে প্রতিজনের জন্য ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। —বান্দরবান প্রতিনিধি
সড়ক অবরোধগাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় ডিজাইনটেক্স কারখানার এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় একটি লেগুনাতে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করে বিক্ষুব্ধরা। অবরোধের কারণে ওই মহাসড়কের উভয়দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। —গাজীপুর প্রতিনিধি
মদের কারখানায় অভিযান
গাজীপুরের টঙ্গী ৪৬ নম্বর ওয়ার্ড আমতলী এলাকায় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে অপূর্ব বাশফোড় ও রতন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০ লিটার চোলাই মদ ও ৪ হাজার লিটার মদ তৈরির গাদ। গতকালের এ ঘটানায় টঙ্গী থানায় মাদক আইনে মামলা হয়েছে।—টঙ্গী প্রতিনিধি
সময় বাড়ল কুবি ভর্তি আবেদনের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তিপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর। উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
—কুমিল্লা প্রতিনিধি