শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

উল্লাপাড়া ও হোমনায় সংঘর্ষে আহত ৩৫

জমি দখল ও মাছ ধরা নিয়ে বিরোধ

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কুমিল্লার হোমনায় সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, স্কুলের জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ ও উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম হিরণ জানান, কালিয়াকৈর আদর্শ উচ্চবিদ্যালয়ের জমি নিয়ে বিদ্যালয় সভাপতি হাজী আবুল কাসেমের সঙ্গে একই গ্রামের হবিবর রহমান সরকারের দ্বন্দ্ব ছিল। গতকাল বিদ্যালয়ের জমি অধিগ্রহণের সময় হবিবর রহমান বিদ্যালয়ে তাদের জমি আছে দাবি করায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আঘা ধণ্টা ধরে চলা সংঘর্ষে আবুল কাসেম, রাজ্জাক, মোশাররফ, রায়হান, নান্নু সরকার, এরশাদ আলী, আমজাদ, ইরান, ছামাদসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের সিরাজগঞ্জ ও উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক তানভীর সবুজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

কুমিল্লা প্রতিনিধি জানান, হোমনায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল উপজেলার লটিয়া এবং গোয়ারীভাঙা গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গোয়ারীভাঙা গ্রামের মোফাজ্জল হোসেন ও কামাল হোসেন এবং লটিয়া গ্রামের ফজলুল হক ও সজীবসহ (১৫) আরও অনেকে। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। লটিয়া গ্রামবাসীর বিরুদ্ধে গোয়ারীভাঙা গ্রামের লতিফ, বাতেন, ইদ্রিস ও নূরনবীর বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়। লটিয়াবাসী এ অভিযোগ অস্বীকার করে একে সাজানো ঘটনা বলে মন্তব্য করছেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী বলেন, গত কয়েক দিন আগে মাছ ধরা নিয়ে একটি শালিস করেছিল। সেখানে আবার মারামারি হয়। এরই জের ধরে গোয়ারীভাঙা গ্রামের ২/৩টি বাড়ি ভাঙচুর করেছে। দুজন আহত হয়েছে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

সর্বশেষ খবর