শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বজ্রপাতে জেলে নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় গতকাল বজ্রপাতে আবদুল হাকিম নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি ওই এলাকার আলী আহমদের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান হাকিম। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। —চকরিয়া প্রতিনিধি

বেগম জেবুন্নেছা স্কলার পদক

ফরিদপুরের ভাঙ্গায় কৃতী শিক্ষার্থীদের ‘বেগম জেবুন্নেছা স্কলার’ পদক দেওয়া হয়েছে। গতকাল ভাঙ্গা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক দেয় বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্ট। জোবায়দা মাহবুব লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিলুফার জাফরউল্লাহ এমপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কাজী শহীদুল্লাহ প্রমুখ। —ভাঙ্গা প্রতিনিধি

পুনর্মিলনী

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস মিয়া। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আবদুল হাই মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক শাহাদাত হোসাইন, মাওলানা নুরুল আমিন, মাসুদুল হক ও শিক্ষানুরাগী ফখরুজ্জামান পাটোয়ারী। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন মহিউদ্দিন মোল্লা, ইমাম হোসেন ও রফিকুল ইসলাম।

—কুমিল্লা প্রতিনিধি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ ও হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শুক্রবার সকালে তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখার (জোবিঅ সোনারগাঁও) সহ-প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর