শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে জাল স্ট্যাম্প উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৬৭ লাখ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফিসহ জাল স্ট্যাম্প তৈরির যন্ত্রপাতি উদ্ধার করেছে গাজীপুর সিআইডি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি ঢাকা বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সিটি করপোরেশনের মাঝুখান এলাকায় আক্কাছ আলীর বাড়ির ভাড়াটিয়া ফারুক হাওলাদারের ঘরে অভিযান চালায় সিআইডি। এ সময় ওই ঘর থেকে ১০ টাকা মূল্য মানের জাল রেভিনিউ স্ট্যাম্প যার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা, দুই টাকা মূল্যমানের বিশেষ আঠালো স্ট্যাম্প যার মূল্য ৩২ হাজার টাকা, ৪ টাকা মূল্য মানের জাল কোর্ট ফি যার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা, ৫ টাকা মূল্যমানের জাল কোর্ট ফি স্ট্যাম্প যার মূল্য ১২ লাখ টাকা, ২০ টাকা মূল্য মানের জাল কোর্ট ফি জাল স্ট্যাম্প যার মূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা, ৫০ টাকা মূল্য মানের দলিল প্রমাণক জাল স্ট্যাম্প যার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জাল স্ট্যাম্প ফিনিশিংয়ের একটি বৈদ্যুতিক মেশিন, স্ট্যাম্পের পিছনে লাগানোর জন্য ৫০০ টি গাম, একটি ট্যাংক, জাল স্ট্যাম্প তৈরির ওয়েস্ট্রিজ কাগজ, প্লাস, স্লাই রেঞ্জ, ব্রাশ, কাঁচি, পেপার কাটার যন্ত্র ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর