শিরোনাম
রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় আট জেলায় নিহত ৯

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গায় দুটি বাস একটি আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার মনোহরপুরে গতকাল দুটি বাস একটি আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন দুজন। আহত হয়েছে ১৩ জন। সকালে ঢাকা থেকে জীবননগর ঘুরে দর্শনার দিকে আসছিল পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাস। মনোহরপুর গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস ও একটি আলমসাধুর সঙ্গে এর ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা হলেন— পূর্বাশা পরিবহনের হেলপার স্বপন আলী ও আলমসাধু চালক (অজ্ঞাত পরিচয়)। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় এক বছর বয়সী শিশু নিহত হয়েছে। সে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মমিনপাড়ার আবদুল মালার মেয়ে। সিলেট : গোয়াইনঘাটে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আদরিনী রানী নামে এক বৃদ্ধার প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন শিশুসহ তিনজন। কুমিল্লা : মুরাদনগর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় খামার গ্রাম ইসলামিয়া আলীম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী পপি আক্তারের মৃত্যু হয়েছে। পপি উপজেলার বাঙ্গরা পূর্বপাড়া গ্রামের আবদুল মতিন মিয়ার মেয়ে। দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামে শুক্রবার সন্ধ্যার অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আজমল হোসেনের মৃত্যু হয়েছে। আজমল ওই গ্রামের আজিজার রহমানের ছেলে। সিরাজগঞ্জ : সয়দাবাদে যাত্রীবাহী দুইটি বাসের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ : সাপাহার উপজেলার তেঘরিয়া মোড়ে চার্জার ভ্যানের সঙ্গে বাঁশবোঝাই ট্রলির সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন তিনজন। শুক্রবার সন্ধ্যার এ দুর্ঘটনায় নিহত লতিফর রহমান উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে। গাজীপুর : সিটি করপোরেশনের নীলেরপাড়া এলাকায় গতকাল কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক জাহিদ হোসেনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর