শিরোনাম
রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রীপুরে কৃষকের ধান কেটে নিল প্রতিপক্ষ

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বর্গাচাষি আলী আকবরের এক বিঘা জমির আমন ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ সুলতান উদ্দিন ও তার সহযোগীরা। শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বেতজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুলতান, জাহাঙ্গীর, সেকান্দরসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী আলী আকবর। পুলিশ শুক্রবার বিকালে সুলতানকে আটক করলেও ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে রাতে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। শ্রীপুর থানার এসআই আবদুছ ছাত্তার জানান, দুপক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ আছে। অভিযুক্তরা বর্গাচাষিকে ধান কাটার ক্ষতিপূরণ দিয়ে দেবে। টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। বর্গাচাষি আলী আকবর জানান, রাথুরা মৌজার বেতজুড়ি গ্রামের কৃষক মোশাররফ হোসেন বাবুলের কাছ থেকে এক বিঘা জমি বর্গা নেন তিনি। ওই জমিতে আমন ধান রোপণের পর জানতে পারেন বাবুলের সঙ্গে স্থানীয় সুলতান উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছে। সুলতান উদ্দিন ও তার সহযোগীরা শুক্রবার সকালে তার এক বিঘা  জমির ধান কেটে নেন।

সর্বশেষ খবর