রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কলেজ সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সকাল ৬টা থেকে রাস্তার মোড়ে মোড়ে গাছ ফেলে এ কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে দোকানপাট ও বাস চলাচল বন্ধ রাখেন ব্যবসায়ী-চালকরা। তবে অবরোধের ফলে আন্ধারিয়াপাড়া মারকাজে ইজতেমার শেষ দিনে ঘরমুখী হাজারো মুসল্লি বিপাকে পড়েন। এলাকাবাসী ও শিক্ষকরা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ না করে স্থানীয় সংসদ সদস্য নিয়োগ বাণিজ্যসহ তার সুবিধার জন্য বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ সরকারিকরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে অবরোধের মতো এমন কঠিন কর্মসূচি পালন করা হচ্ছে। ফুলবাড়িয়ার সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে।’

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজীব জানান, ‘অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের বলা হয়েছে।’

সর্বশেষ খবর