শিরোনাম
রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের বিচার দাবি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মুক্তিযোদ্ধা মরহুম মোতাহার হোসেনের বাড়ির দেয়াল ভাঙচুরে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান হয়েছে। জেলা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান হয়। লিখিত বক্তব্য পাঠ করেন— দিনাজপুর মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতির সভাপতি রাজিব উল ইসলাম। তিনি বলেন, ‘গত বুধবার জেলা সদরের পাহারপুরে বসবাসকারী মুক্তিযোদ্ধা ও কৃতী ফুটবল খেলোয়াড় মোতাহার হোসেনের বাড়ির একাংশের দেয়াল ভেঙে দিয়েছেন ওই এলাকার নুরুল ইসলামের পোষ্য সন্ত্রাসীরা।’ মোতাহার হোসেনের স্ত্রী রওশন আরা বলেন, ‘স্বামী যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলেন সেই দেশে আমি নির্যাতিত হচ্ছি। কন্যা সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছি। তিনি বেঁচে নেই বলে দস্যুরা আজ আমার ঘরবাড়ি ভাঙচুর করেছে। আমরা এর বিচার চাই’। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার স্ত্রী ছাড়াও মোবারক হোসেন গিটার, মো. সায়মন, মিরন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর