শিরোনাম
রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় সমবায় দিবসে নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সারা দেশে পালিত হয়েছে ৪৫তম জাতীয় সমবায় দিবস। বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। এসবের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্র, আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— জামালপুর : সকালে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের সভাপতিত্বে সভায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ বক্তব্য রাখেন। সিলেট : সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রায় বিভিন্ন সমবায়ী সংগঠনের সংগঠকরা অংশ নেন। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জামাল উদ্দীন আহমেদ, জয়নাল আবেদীন, আশফাক আহমদ প্রমুখ বক্তৃতা করেন। বগুড়া : জেলা শহরে র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আমিনুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন,   বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। নরসিংদী : সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু। অ্যাড. নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আবদুল মতিন ভূঞা, আশরাফুল ইসলাম, জয়দেব বর্মণ, নাজমা বেগম। নেত্রকোনা : পৌর শহরে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।  গোপালগঞ্জ : জেলা সমবায় ব্যাংকের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোখলেসুর রহমান সরকার। শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে মাহাবুব আলী খান, কাজী লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, মেহেরপুরসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমবায় দিবস পালিত হয়।

সর্বশেষ খবর