খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। জেলা আওয়ামী লীগের একটি মিছিল বিএনপির অফিস অতিক্রম করার সময় গতকাল সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির কার্যালয়ের সামনে একটি তোরণ ভাঙচুর করা হয়। কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দিতে এ তোরণ নির্মাণ করেছিলেন বিএনপি নেতা-কর্মীরা। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের তোরণ ভাঙচুর করে এবং নেতা-কর্মীকে মারধর করেন। অপরদিকে আওয়ামী লীগের ভাষ্য, তাদের মিছিল বিএনপি অফিস অতিক্রম করার সময় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জেলা প্রসাশন সংঘাত এড়াতে শহরে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে।
গোপালগঞ্জে আহত ১৫ : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। কাশিয়ানী উপজেলা সদরে গতকাল এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সমর্থক মনিরের সঙ্গে সাবেক চেয়ারম্যানের সমর্থক আলমগীরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।