গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেওয়ায় দোকান কর্মচারীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাবনায় ছেলের হাতে বাবা এবং বগুড়ায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। দিনাজপুরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। এছাড়া দুটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে শিশুসহ দুজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর— টঙ্গী : চাঁদা না দেওয়ায় টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মচারীকে তুলে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম বাবু মিয়া। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরে পুরাতন লোহা ব্যবসায়ী আরফানের দোকানে কাজ করতেন। ব্যবসায়ীরা জানান, শামীম ওরফে ভাইস্তা শামীমের নেতৃত্বে একটি বাহিনী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। শুক্রবার তারা আরফানের দোকানে চাঁদার জন্য আসে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শামীমের নেতৃত্বে জুয়েল, আরিফ, ইমরান, আকরাম, শাহীনসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অস্ত্রের মুখে কর্মচারী বাবুকে তুলে নিয়ে স্থানীয় বালুর মাঠে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গতকাল সকালে ঢাকা মেডিকেলে বাবু মারা যান। অপরদিকে, গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ প্রতিবন্ধী শিশু নয়নের লাশ উদ্ধার করেছে পুলিশ। নয়ন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাওসাবাড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে। পাবনা : জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। শুক্রবার রাতে মারধরের ঘটনা ঘটে। গতকাল ভোরে আহত বাবাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যান। পুলিশ অভিযুক্ত দুই ছেলেমেয়েকে আটক করেছে। বগুড়া : নন্দীগ্রামে মাদকাসক্ত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল ভোররাতে উপজেলার হাজরকী বেগুনীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন ওই এলাকার আবদুল জব্বারের ছেলে। পুলিশ অভিযুক্ত ছোট ভাই আবদুল হাকিমকে গ্রেফতার করেছে। দিনাজপুর : জেলার উপশহর এলাকায় সাইদা সুবাহা নামে এক গৃহবধূকে গতকাল নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবাহার শাশুড়িকে আটক করেছে পুলিশ। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। পরনে রয়েছে গোলাপী রংয়ের ছেলোয়ার কামিজ।