রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

শিক্ষকের কারাদণ্ড

গৌরনদী উপজেলা শহরের চরগাধাতলীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে প্রাইভেট শিক্ষক শামীম হাওলাদারকে গতকাল তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শামীম একই উপজেলার নলচিড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কুতুবপুর গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, ৩ নভেম্বর থেকে ওই ছাত্রী শামীম হাওলাদারের বাসায় গিয়ে প্রাইভেট পড়ছে। গতকাল সকালে ওই বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং কুপ্রস্তাব দেন। ছাত্রী চিৎকার দিলে তাকে ছেড়ে দেন শামীম। পরে বাসায় গিয়ে বাবা-মাকে জানালে তারা থানা পুলিশে অভিযোগ করেন।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্মরণসভা

ডা. খালেদ শামসুল ইসলাম ডলার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা ও স্মরণসভা শনিবার গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অধ্যাপক মো. আয়েশ উদ্দিনের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম জানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ডা. আলী হায়দার খান, অধ্যক্ষ জেরিনা সুলতানা, অধ্যাপক  এমএ বারী, অধ্যাপক মো. শহিদুল্লাহ, ডা. আমির হোসাইন রাহাত প্রমুখ। —গাজীপুর প্রতিনিধি

সেলাই মেশিন বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের দড়িচারিতাল্লুক এলাকায় সেলাই মেশিন বিতরণ করা হয়। যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর