শিরোনাম
সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেরপুরে আদিবাসীদের ওয়ানগালা উৎসব

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তবর্তী মরিয়ম নগর সাধু জর্জ ধর্ম পল্লীতে গতকাল গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে। নতুন ধানে ফসলের মাঠ ভরে দেওয়ার জন্য গারোদের ফসলের দেবতা মিসি সালজংকে ধন্যবাদ জানাতে প্রতি বছর এই দিনে ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়। মাটির প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাড়ি বাড়ি ঘুরে নাচ গান ও প্রার্থনার মধ্য দিয়ে বিকালে শেষ হয় উৎসব। খ্রিস্টান ধর্মে দীক্ষিত এ গারো আদিবাসীরা স্থানীয় গির্জায় যিশু খ্রিস্টকে তাদের কৃষ্টি ও নৃত্যের তালে তালে ধন্যবাদ জানান।  উল্লেখ্য, একদা গারো পাহাড়ি এলাকায় জুম চাষ এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে উঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজং’ কে উৎসর্গ করে আয়োজন করা হতো এ উৎসবের। এরই ধারাবাহিকতায় গারো আদিবাসীরা ওয়ানগালা বা নবান্ন উৎসব পালন করছেন।

সর্বশেষ খবর