ঢাকার সাভারের আমিনবাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় নিখোঁজ জুয়েল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুদিন পর গতকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের কাছে তুরাগ নদে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে। জুয়েল ‘সিলিকন রিয়েল এস্টেটের’ ইট সরবরাহকারী ছিলেন।
সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‘সিলিকন রিয়েল এস্টেটের’ ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার খালেদ জানান, সন্ত্রাসীরা তার জমি অন্যায়ভাবে দখল করতে আসে। এ সময় বাধা দিলে ছয় কর্মীকে গুলি ও ১০-১২ জনকে কুপিয়ে জখম করে। এছাড়া জুয়েল দাশকে গুলি ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার পর লাশ তুরাগ নদে ফেলে দেয়। মামলা সূত্রে জানা যায়, গত রবিবার আমিনবাজার এলাকায় ‘সিলিকন রিয়েল এস্টেটের’ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হাবিবুর রহমান মিজান, আরিফুল ইসলাম, রিয়াজ আহম্মেদ, সাইফুলসহ একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা সিলিকন রিয়েল এস্টেটের ছয় কর্মীকে গুলি ও ১০-১২ জনকে কুপিয়ে জখম করে। ঘটনার পর থেকে কর্মী জুয়েল দাশ নিখোঁজ ছিলেন।