বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হত্যা ও মাদক মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রতিদিন ডেস্ক

বরগুনা, কক্সবাজার ও বরিশালে হত্যা ও মাদক মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরগুনা প্রতিনিধি জানান, মিজান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের সাজার আদেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়ার জজ আদালতের বিচারক মোহা. আবু তাহের সব আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও আবেদ আলী। এদের সকলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে। মিজান বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের বেতমোড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. মালেক লসকরের ছেলে।

কক্সবাজার : রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গৃহবধূ রোজিনা হত্যার রায় ঘোষণা করেছে আদালত।  রায়ে দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর সকালে জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের জনাকীর্ণ আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, নিহত রোজিনার ঘাতক স্বামী কাউয়ারখোপ পাহাড়পাড়ার মৃত নূর আহমদের পুত্র শাহ আলম এবং তার বোনজামাই একই এলাকার আলী আহমদের পুত্র শাহ আলম। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বরিশাল :বরিশাল নগরীর রূপাতলী জাগুয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হল— খুলনার বাঘমারার মুন্না, যশোরের শার্শার জামাল হোসেন, হাফিজ ও বাগেরহাটের মিন্টু।

সর্বশেষ খবর