ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে পুলিশের লাঠিপেটায় শিক্ষক ও পথচারী নিহতের ঘটনার স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা গতকাল রাতে প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের দায়ের করা ছয়টি মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে সহস্রাধিক। ইতিমধ্যে এসব মামলায় গ্রেফতার হয়েছে শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন। ফলে গ্রেফতার আতঙ্কে ভুগছে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এদিকে, এ ঘটনায় শিক্ষামন্ত্রীর নির্দেশে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে ফুলবাড়িয়ায় এসেছেন। এ সময় তদন্ত টিম প্রধান উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (কলেজ ও প্রশাসন) পরিচালক প্রফেসর শামসুল ইসলাম সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কোনো চাপের মুখে নই। ঘটনাস্থল এসেছি, স্থানীয়দের বক্তব্য নোট করব, প্রত্যক্ষদর্শী শিক্ষকরা এখানে নেই আমরা তাদের খুঁজে বের করে কথা বলে ঘটনার রহস্য উদঘাটন করব।
এ সময় তদন্ত কমিটির অপর দুই সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ময়মনসিংহের পরিচালক প্রফেসর আবদুল মোতালেব ও উপ-পরিচালক মো. আবদুল খালেক, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন। একই সাথে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে পুলিশের লাঠিপেটায় শিক্ষক ও পথচারী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ময়মনসিংহ নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মঙ্গলবার বিকালে প্রায় ঘণ্ট্যাব্যাপী মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।