শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পিআইও-ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি মামলা

সুন্দরগঞ্জে চাঁদা দাবি ও মারপিট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছামিউল ইসলাম সামুসহ পাঁচ নেতা-কর্মীর নামে মামলা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার। অন্যদিকে  ব্রিজের কাজ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা ঘুষ গ্রহণ ও মারধরের অভিযোগ এনে পিআইওর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ছামিউল ইসলাম সামু। বুধবার রাত ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় মামলা দুটি করা হয়। পিআইও নুরুন্নবী এজাহারে উল্লেখ করেন, ছাত্রলীগ নেতা ছামিউল ইসলামসহ অন্য আসামিরা তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় হুমকিও দিচ্ছিলেন। গত মঙ্গলবার তারা দলবলসহ অফিসকক্ষে ঢুকে তাকে মারপিট করে। ছাত্রলীগ নেতা ছামিউল অভিযোগ করেন, পিআইও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সুন্দরগঞ্জ উপজেলায় তিনটি ব্রিজের কাজ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পরবর্তীতে ওই কাজ তাকে না দিয়ে অন্যজনকে দেন। পরে টাকা ফেরত চাইলে নুরুন্নবী তালবাহানা শুরু করেন। মঙ্গলবার টাকা চাওয়াকে কেন্দ  করে পিআইও তাকে মারধর করেন। তবে দুজনই তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, মামলা দুটি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর