শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হামিদ বেপারীর মানবেতর জীবন

চাঁদপুর প্রতিনিধি

হামিদ বেপারীর মানবেতর জীবন

মুক্তিযোদ্ধা হামিদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেপারীর জন্ম। বার্ধক্য ও অসুস্থতায় ন্যুয়ে পড়া অসচ্ছল এই মুক্তিযোদ্ধা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চার ছেলে ও এক মেয়ে নিয়ে বাস করছেন দোচালা একটি ঘরে। জমিজমা বলতে কিছুই নেই। হামিদের দুই ছেলে হকার ও এক ছেলে গাড়িচালকের সহকারীর কাজ করেন। মেয়ে বিয়ে দিলেও তার ঘরের দুটি সন্তানই প্রতিবন্ধী। এতকিছুর পর আজও সরকারি কোনো সহায়তা পাননি এই অসহায় মুক্তিযোদ্ধা। সম্প্রতি কথা হয় হামিদ বেপারীর সঙ্গে। কাঁপা কাঁপা কণ্ঠে জানান, ১৯৭১ সালের জুন-জুলাই মাসে ৬৫ জন মুক্তিযোদ্ধার সঙ্গে তিনি নাছিরকোট দিয়ে হালদা নদী পার হয়ে আগরতলা কংগ্রেস ভবনে যান। যুদ্ধকালে তারা সবাই রাতের বেলা চলাচল করতেন। পরে তারা বিজলা ক্যাম্পে অবস্থান করেন। ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন কুমিল্লা বুড়িচংয়ের আমির হোসেন, আনোয়ার। যুদ্ধ করেও জাতীয় সনদ না পাওয়ার কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হামিদ। তিনি বলেন, ‘যুদ্ধ করেছি দেশের জন্য শত্রুর বিরুদ্ধে, কিছু পাওয়ার জন্য নয়। মুক্তিযুদ্ধের সনদ যে নিতে হবে তা বুঝি নাই।’ চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই যোদ্ধাকে দেখে তো আমি চিনতেই পারি নাই। তার বক্তব্যে বুঝলাম তিনি আমাদের দলের সঙ্গেই যুদ্ধ করতে ভারতে গিয়েছেন। তিনি যে মুক্তিযোদ্ধা তাতে কোনো সন্দেহ নেই।

সর্বশেষ খবর